রাতের শেষ প্রহর
গন্তব্যস্থান জানা লোকেরা উঠে পড়ে প্রতিদিন ভাসমান জাহাজে
যে জাহাজ ভেসে চলেছে অগণিত যাত্রীর প্রত্যাশায়।


জাহাজের অসংখ্য সিট
কোন ঘাটতি নেই অত্যাধুনিক সুবিধাসমূহের,
প্রতি কামারায় অসংখ্য সিট খালি
অথচ হাতেগোনা দু'চারজন যাত্রী।


সেকেন্ডে সেকেন্ডে বেজে চলেছে সিটি
যাত্রী নেবার সতর্কতায়
তবু বোচকা বাঁধতে ব্যস্ত সবাই।


যারা বোচকা বাঁধতে ব্যস্ত, সিটির আওয়াজ
শুনেও শুনেনা
তাদের হাত রিক্ত হবে একদিন অথচ তাদের বোচকাই ছিল সবচাইতে ভারী।


যারা শূন্যহস্তে উঠে পড়েছে জাহাজে
তারাই একদা হবে সম্পদশালী
তাদের ভান্ডার অসীমতায় ভরা।


তবুও জাহাজের নাবিক সিটি বাজিয়ে চলেছে
বাজতেই থাকবে অনন্তকাল অবধি ;
নাবিক চাইনা শূন্য পড়ে থাক জাহাজ
অথচ  যাত্রীরা বধির হয়ে আছে আজ এখনও!


কী দশা, কী যে দশা হবে ওদের
মহাপ্লাবন ধেয়ে আসছে যে!!!!


#বেনাপোল
২৪/০৫/২০১৮