পরাবাস্তব কবিতা

আকাশের উপরে ভেঙে পড়ে জমিন
হাতে চাঁদ নিয়ে খেলে সদ্যোজাত শিশু,
প্রিয়ার মুখাবয়ব অমাবস্যার আঁধার;
অচেনা গ্রহ থেকে মুখ তুলে চেয়ে আছে ভবিষ্যতের যিশু।
রাত্রি গেছে থেমে দিনের আলোকে
তার চুল গুলো ফুল হয়ে ঝরে চন্দ্রালোকে,
জমিনে ছিন্নভিন্ন তারা মিটিমিটি হাসে
দারুণ ঝলকে।
বর্ষায় কদমফুলে বিষবাষ্প ধোঁয়া উঠে,
গ্রীষ্মের চরম খরা উঁকি মারে সত্যের ঢোল পকেটে।
ফড়িং করে তিড়িংবিড়িং প্রিয়ার চুলের খোঁপায়,
বেলীফুলের ঘ্রাণ ছুটে আসে দীর্ঘশ্বাস হয়ে দূর নীলিমায়।


#বেনাপোল
২০/০৬/২০২১