বাংলা লতিফা - ২৬


সোনার পালঙ্কে শুলেই মানুষ সোনা হয়না
সোনা দিয়ে প্রলেপ দিয়ে সোনার গয়না হয়না
সোনা নামের লোক সোনার মানুষ হয়না
সোনার গয়না পরেও সোনালী হয়না ।
মানুষ হলেই মানুষ সোনার মতো উজ্জ্বল হয়
এ উজ্জ্বলতা কিছুতেই হয় নাহি ক্ষয় ।


বেনাপোল
৪ আশ্বিন ১৪২৪
১৯/১০/২০১৭