মৃত্যু একটি নিশ্চিত সম্ভাবনা
তবে তুমি হতাশ হও কেন?
তুমি কি জাননা যে
পৃথিবীতে ভিন্নরূপে ঝুঁকি বলে কিছু নেই?
তোমাকে অবশ্যই জানতে হবে যে
তোমার যা কিছু নিজস্ব মনে কর
বা আঁকড়ে ধরে আছো
তা তোমার থাকবে না একদিন।
তুমি মরে যাওয়া মাত্র-ই
অন্যরা ভাগাভাগি শুরু করবে,
এমন কি তুমি যখন মৃত্যু পথযাত্রী
তোমার সেবা তো দুরের কথা
তারা দিন গুনবে তোমার মৃত্যুর জন্য।
তোমার সবথেকে আপন জনও
যেমন তোমার স্ত্রী, সন্তানেরা তোমার বেঁচে থাকাতে কষ্ট পাবে যখন তুমি অক্ষম হবে, চলতে পারবেনা।
তাহলে আমার কিছু নাই, কিছু নাই বলে কষ্ট পাচ্ছ কেন?
তোমার কিছু নাই মানেই তোমার আরও বেশিকিছু আছে।
ছেড়ে দাও, সঁপে দাও তোমার জীবনের সব হিসাবকিতাব তোমার বিধাতার উপর।
অবশ্য তাই বলে তুমি চেষ্টা ছাড়া সব পাবে এটা সত্য নয়।
জীবনের জন্য চেষ্টা অত্যাবশকীয়
এ কথা সর্বদাই স্মরনে রেখো।
তোমার জন্য, তোমার পরিবারের জন্য
তোমার মৃত্যুর আগেই সব মীমাংসিত করে রেখো।
পৃথিবীর আর সবকিছুর মতই মৃত্যুও সম্ভাবনাময় ও নিশ্চিত।
অন্য সবকিছু সম্ভাবনাময় হলেও
মৃত্যুর মতো কোনকিছুই নিশ্চিত নয়।


#বেনাপোল
১৪/০১/২০২২