কবিতার সাথে হাঁটু গেঁড়ে বসেছি বলেই তোমাকে ভালোবাসি,
কবিতা লিখতে গেলেই তোমাকে অনুভব করি
তোমাকে অনুভব করলেই পৌষ শীতে কুঁকড়ে যাওয়া
সমস্ত শব্দ জটলা পাকিয়ে ছুটে আসে
শব্দগুলোকে আমি সাজাই, যেমন ভাবে আমি তোমার বাসন্তিক সাজ দেখতে চাই
তখনি কবিতা আসে, আসে পৌষেও ফাল্গুনী হাওয়া
স্বার্থকতা আসে আমার কাব্য জগতে
ভাসে বসন্ত উৎসবে  
তুমি আর কবিতা তখন একাকার হয়ে যায়, কোন বিভেদ থাকেনা
একাকার হয়ে যায় আমাদের তৃষিত হৃদয়
অতপর, সমস্ত স্তব্ধতা ভেঙ্গেচুরে কোলাহল বেড়ে যায় হৃদয় গভীরে
জমকালো মেঘে হঠাৎই তুষার শুভ্রতা ছড়ায়,
আমি হয়ে উঠি তখন চনমনে
তারপর, তার আর পর থাকেনা
ভেসে বেড়াই দু'জনে আষাঢ়ের চালা মেঘের মতোই
বৃষ্টি ঝরাই, ঝরাই ফল্গুধারা, হয় দিশেহারা পথ ভালোবাসা ও ভালোলাগায়
তারপর, সব অযথা হয়, শুধু বেঁচে উঠে আমাদের ভিতরের মরে যাওয়া
ভাবাবেগ, অনুভূতি সমস্ত ও..........।


বেনাপোল
১১/০১/২০২২