সামান্য বলের জন্য করো কলবল
গরু,খাসি ছেড়ে খাও -
পান্তা ভাতের জল।
কথায় আছে-
পান্তা ভাতের জল
দেহে আনে বল।
এসির বাতাস খাবে আর কতো
দেহের ঘাম ঝরিয়ে -
খলবলিয়ে চলো প্রকৃতির মতো।
প্রকৃতি এনে দেয় সর্ব সুখ জেনো
অতি আধুনিকতার ছাঁচ ছেড়ে
মৃত্তিকার ছোঁয়া জীবনে আন।
প্রাচীন প্রবাদ করো না অবহেলা
সময় থাকতে সাবধান হও
এখনো আছে যথেষ্ট বেলা।
মনে রেখো -
যারা করে সারাদিন হাড়ভাঙা খাটুনি
তাদের জীবন অধিক  সুন্দর ও স্বচ্ছ
রাতের ঘুমে জড়িয়ে থাকে সুখের হাতছানি।


#বেনাপোল
১৮/০৫/২০২১