যদি হঠাৎ শুনি
কাফনে পকেট আছে
আমি মোটেও আশ্চর্য হবো না।
যদি শুনি মৃত মানুষের কাফনে
স্বর্ন বার পাওয়া গেছে
আমি মোটেও চমকে উঠবো না।
এখন সময় বড্ড অসময়
যে সময়ে মানুষ পশুর সমান
যে সময়ে মানুষ দানবের সমান
যে সময়ে মানুষের স্বর
গাধার মতোন।
বড্ড রুক্ষ মরুভূমি এখন
আমাদের হদয়,
যে হৃদয়ে কোন প্রেম নেই
নেই এক ফোঁটা জল।
যে হৃদয় কেবলই আদ্রতাশূন্য
অথবা বলাই যায়
আমরা এখন হৃদয়হীন।
আমি মোটেও বিচলিত হবো না
যদি শুনি সন্তান তার পিতাকে রেখে এসেছে ওল্ডহোমে।
আমি মোটেও আশ্চর্য হবো না
যদি শুনি ধর্ষককে শাস্তির বদলে
পুরষ্কৃত করা হয়েছে
অথবা কোভিড ঊনিশ পরিনত হয়েছে হাসি আর খুশিতে।
আমি মোটেও চমকে উঠবো না
বা বিচলিত হবো না
যদি হঠাৎ শুনি শিক্ষকগণ মুচির কাজ নিয়েছে
দানবদের জুতা সেলাই করে পেটের ক্ষুধা মেটাচ্ছে।
আমি মোটেও আশ্চর্য হবো না
যদি হঠাৎ শুনি
আজীবনের জন্য আমার সন্তানেরা
বিদ্যালয় বয়কট করেছে।  
আমি মোটেও বিচলিত হবো না
যদি হঠাৎ শুনি মৃত মানুষ
আরেকজনের টাকা নিয়ে দৌড়াচ্ছে কবরের দিকে।
সময়টা বড্ডই অতলান্তিক
এখানে জীবতারা সকলেই মৃত
আর মৃতরা সকলেই জীবিত।
আমি মোটেও আশ্চর্য হবো না
যদি হঠাৎ শুনি আকাশ থেকে
বৃষ্টির বদলে লক্ষ কোটি গাধা নেমে এসেছে।
আমি মোটেও আশ্চর্য হবো না
যদি হঠাৎ শুনি....................
অনাবশ্যক চন্দ্রবিন্দু বিদায় নিয়েছে
বাংলা ভাষা ও সাহিত্য থেকে।
৩০/০১/২০২২
#বেনাপোল