শপথে হলো বুঝি জানা
তবে কী করে
বুড়ো খোঁড়া?


রক্ত তুফান লাল
চলো খেলা করি বারে বারে
দয়াল আইসা দেবে দোয়া
দৌড়ে পার হবো দূরের মেলা
চারিদিকে হাসবে সবুজ বকুল
রাশি রাশি সুবাস ছড়িয়ে
অবজ্ঞায় হবে না কূল
অম্স্নান রবে জগৎ পার
কষ্টের ওপিঠে সুখের হাসিতে
সাধ্যের নির্ভুল প্রয়াসে
মায়া কাটাবে না কিছু
বারে বারে ক্লান্ত্ম ভুবন
নতুন সুবাসে উচিত আগ্রহে
পৃথিবী যে চায়
নিঃশ্বাসের অজুহাত,


উড়িয়ে প্রশ্ন
মুক্ত আকাঙ্ক্ষায়
বেঁধে সংলাপ
সমতার তপস্যায়
বাধাহীন সুরে
সৃষ্টির বেলা ছাড়া গান।