স্নিগ্ধ লেবুর পাতায়
ছায়া ঘেরা গানে
প্রতিনিয়ত আবেগে
চোখ মেলে সঠিক আবরণে
সুপ্রসন্ন প্রতিবার
চলতে চলতে
চাতক
পাড়ি দেয় সমুদ্দুর
না জানা আনন্দ
উঁচু নিচু ভাগ্য পরীক্ষা
আঁকাবাঁকা রেখার আদেশে
কবিতার ভরপুর প্রকৃতি
ছারখার আবিষ্কারে
না চাওয়া ধ্যানে
সব বলা অধিকারে
ছুটতে ছুটতে
চির সম্ভাবনীয় স্বচ্ছ পৃষ্ঠে
আকাশে মর্মস্পর্শী
অবিচল শান্তির
সীমাহীন গন্তব্য ॥