চোখ মেলিয়া দেখি মাগো
স্বাধীন বাংলার একি ভাগ্য
জন্মেছি মোরা গণতন্ত্রের ফুল
পারিনি গাঁথতে মালা -


বিআরটিসি জ্বলে চলে
গণতন্ত্রের টনক নড়ে
সরকার, বিরোধী দল
সকলেই নির্বাক -


গোঁফে সরিষার তেল মাখিয়ে
চুলে জবা কুসুম সুবাস ছড়িয়ে
কর্তৃত্ব চালায় সরকার
তারাও জানে শোষণের হুঙ্কার
রাজপথে রৌদ্রের তাপ
তবুও বিভক্ত এদেশে সংস্কার
হরতাল, ভাঙচুর, রাজাকারি প্রথা
জনগণের ভাষা -


খেতে পায় না এদেশের মজুর
পয়সা হলেই বড় হুজুর
সন্ত্রাস চালিয়ে হও উত্তম
রাবার বুলেট, গরম পানি, টিয়ারগ্যাস
জনগণের ভাগ্যের পরিহাস
জ্বলন্ত বিআরটিসি
রাজপথে রক্তাক্ত লাশ
হরতাল।