মান-অভিমানে হৃদয়ের টানে নিষিক্ত দাম্পত‍্য জীবন ,
আশা-নিরাশা প্রেম-ভালোবাসা সাথে নিয়ে পরিজন ,
সুখী পরিবার কোনো চাহিদার সীমানা করেনা লঙ্ঘন ,
দুর্লঙ্ঘ্য পারাবার হয়নাকো পার সুখে দুখে থাকে মন।

চমকায় কালো মেঘ,দাম্পত্য ভঙ্গুর হচ্ছে আজ ,
এ'সমাজে পরকীয়ায় নেই আর এতটুকু লাজ !
রাধা ও কৃষ্ণ মিলে পরকীয়ার দেখিয়েছে দিশা ,
রুক্মিনীদের জীবনে আরো নেমে এলো
                                                  ঘোর অমা-নিশা।
ন্যায়ালয়ের ছাড়পত্রে দাম্পত্য জীবন আজ পন্ন !
'লিভ টুগেদার' স্বীকৃত আজ,
                                   ছিদ্র পথে উঁকি দিচ্ছে বন্য !

সস্তার ডট পেন, ছুঁড়ে ফেলো,ফুরোলেই তার কাজ ,
দাপ্পত্য জীবনে হৃদয়ের বন্ধন নেই আজ।
আবেগ থিতিয়ে গেলে , প্রশমিলে জীবজ যন্ত্রণা ,
নতুনের হাতছানি , কানে কানে দেবে কুমন্ত্রণা ।

শৈশব বিপন্ন হবে,অপত্য স্নেহ হবে দুর্লভ-আকাল !
সভ্যতা কোন্ পথে? ভেঙে গেলে পুরোনো এ' হাল ?
চক্রাবর্তে হবে কি তা--কপোত যুগল নব নীড়ে ?
না কি, নব প্রজন্ম খুবলে খাবে হিংস্র শ্বাপদের ভীড়ে !

স্বাধীনতার নামে যদি স্বেচ্ছাচার দেয় মাথাচাড়া !
দাম্পত‍্য জীবন হবে নীতিহীন ঘোর ছন্নছাড়া !
ব্যক্তির মুক্তি যদি নীতিহীন নেতির প্রভাবে হয় ধ্বংস....
ব্যভিচার লুফে নেবে ,বেড়ে যাবে পৃথিবীতে কংস ।

               ====সমাপ্ত====