মন কেমনের দিনগুলি আজ বড্ড লাগে ফিকে ,
এই শ্রাবণে মিলছে না তা,কবি যা গেছেন লিখে;
দৃষ্টি সীমা আটকে যেত ঘনাগমের ফাঁকে ,
এমন দিনে স্মৃতির পাতা রোমন্থনেই থাকে ।
শয়নকক্ষে আগল দিয়ে থাকতো দিনের রবি ,
উদাস মনে অলস দিনে কলম হাতে কবি--
সঙ্গী হারা রুদ্ধ ঘরে জানালাতেই বসে--
কল্প গাথার অসীম পথে চলতো অঙ্ক কষে।
খোলা মাঠের দিগন্তরে (ছিলো) চিত্র জলধির ,
অঝোর ধারে নিসর্গতে ঝরতো আঁখি-নীর ;
টিনের চালে কত ছন্দে ঝরতো সারাদিন !
তন্ময় হয়ে বেজে যেতো কবির হৃদয়-বীণ।
কদম্ব বন থাকতো রত অঝোর ধারায় স্নানে ,
শ্রাবণ-বিকেল কেটে যেতো মন কেমনের গানে;
রাখালছেলের কাটতো না দিন,সঙ্গীহারা সে ,
ধূম্র মেঘের ঘনঘটা (ওই) কাছের আকাশে ।
কোথায় 'সেদিন' হারিয়ে গেল উষ্ণায়ণের কোপে !
কপোত যুগল আপন মনে ডাকেনা আর খোপে ;
ডোবা-খানা খালিই থাকে, দাদুরি না ডাকে !
মঙ্গলকাব্য মুখ লুকিয়ে তাকেই পড়ে থাকে---
মা ঠাকুমা পড়ে না তা টিভির ষড়যন্ত্রে!
মুখিয়ে থাকে সিরিয়ালে, বশ্য জাদুমন্ত্রে ।
আষাঢ়-শ্রাবণ গ্রাস করেছে গ্রীষ্ম-রাহুর তাপে ,
সৌর তাপে শ্রাবণ-দুপুর থরথরিয়ে কাঁপে ;
শ্রাবণ-ধারা ঝরবে জানি ভাসিয়ে শারদীয়া ,
মন কেমনের দিন কি কভু আসবে চিঠি নিয়া ?
====সমাপ্ত====