ছেলে আমার সোনার টুকরো, রেলে চাকরি করে ,
ফুটফুটে এক সুন্দরী বউ আনবো এবার ঘরে ;
কি গো গিন্নী, বুঝলে কিনা ! ভরবো এবার ঝাঁপি !
কড়ায় গণ্ডায় আনবো সোনা সঠিক ওজন মাপি' ।

চার চাকাতে চড়বো এবার , অনেক দিনের আশা !
ঝাঁ চকচকে খাট-পালঙ্ক, হবে এবার খাসা ;
ছেলের জন্য ব্যয় করেছি,অ্যাকাউন্ট আমার ফাঁকা,
আগাম আমায় দিতে হবে লক্ষ পাঁচেক টাকা!

লোভী মিনসে ! কূপমণ্ডূক ! জানো দেশের আইন ?
পণ নেওয়াটা আইনবারোধী, হবে জেল ও ফাইন ;
মেয়ে তোমার উপযুক্তা , সে খেয়ালটা আছে ?
ছিঃ! পরের ধনে পোদ্দারিতে হৃদয় তোমার নাচে !

মেয়ের জন্য কী রেখেছো ? পণ যদি হয় দিতে ?
বাড়ি ছাড়া বাকি সবই গেছে তলানিতে ;
বাড়ি বেঁচে বিয়ে দেবে ? গুঁজবে কোথায় মাথা ?
তবে ? কেন এতো লোভ ? কেন বলছো যা তা ?

ছেলের আমার উদার হৃদয় , ভালোবাসে যাকে--
লক্ষ্মীমন্ত বধূ বলে বরণ করবো তাকে ;
সে-ই হবে মেয়ের মতো ; মেয়ের বিয়ে হলে--
পরাবে সে তেমনি বরের বরণ-মালা গলে--
থাকবেনা যার পণের দাবী , থাকবে ভালোবাসা ;
পণ দেওয়া আর পণ নেওয়াটা ভীষণ সর্বনাশা ;
মেয়ে আমার বিদ্রোহিনী , পণের নামে জ্বলে !
পণের নামে পণ করেছে, বিয়ে না-ই বা হলে !

মেয়েরা সব বসলে বেঁকে , থাকবে সমাজ সৃষ্টি ?
কোথায় যাবে সমাজ-সংসার!কোথায় রবে কৃষ্টি ?
আমার হাতে হাতটি রেখে করো এবার পণ----
মেয়ে-জামাই, পুত্র-বধূ কোটি টাকার ধন ।

                 ====সমাপ্ত====