(আজ বিশ্ব পরিবেশ দিবসের সামান্য নিবেদন--------)

শহর ছাড়িয়ে গ্রামকেও আজ করছে শুধুই গ্রাস
যন্ত্র সভ‍্যতা,দিকে দিকে শুধু ছড়িয়ে যাচ্ছে ত্রাস ;
আবাসন আজ সর্বগ্রাসী, সবুজ ধ্বংস করে'---
চারিদিকে শুধু কংক্রিট আর বহুতল তুলছে গড়ে।

বিশুদ্ধ বাতাস,পানীয় জলের পড়ে গেছে হাহাকার!
যথেচ্ছাচারে চারিদিকে আজ শুধুই যে ছারখার ;
পুকুর ভরাট আর বৃক্ষ ছেদন করে যায় নির্বিচারে--
পরিবেশ তাই মরমে মরিয়া  দীর্ঘ নিশ্বাস ছাড়ে ।

জলস্তর নীচে নেমে গেছে , বাতাসে ছড়াচ্ছে বিষ,
মুক্তির উপায় ভাবছে শুধু বিবেক অহর্নিশ  ;
জৈব সারের প্রয়োগ বাড়িয়ে মাটি হোক উর্বর,
বৃক্ষরোপণের মহোৎসবে সবুজ হোক চরাচর।

নিছক আনন্দে মাতোয়ারা হয়ে করছে ভারাক্রান্ত,
যথেচ্ছাচারিতা বন্ধ হোক, পরিবেশ হোক শান্ত  ;
উষ্ণায়নে তপ্ত পৃথিবী , বরফ গলছে তাপে,
বৃষ্টি কমেছে ফসল কমেছে সৃষ্টির অভিশাপে ।

জলস্ফীতিতে একদিন যদি মহাপ্লাবন ঘটে যায়!
দুবৃত্তায়নের বেপরোয়া কাজে দাঁড়াবে কে কোথায়?
পরিবেশবিদের কপালে পড়েছে সংশয়ের বলি-ভাঁজ,
আসো......
পরিবেশ রক্ষা করতে আমরা অঙ্গীকার করি আজ।

                              ==========