পথ প্রান্তে দাঁড়িয়ে.কেন পথের পথিক?
দিশা তুমি হারিয়েছো ? ভেবোনা অধিক ;
চেয়ে দেখো বাঁক ঘুরে সুদূরের পানে---
হাতছানি দিয়ে দেখো চক্রবাল টানে ।

ক্ষান্ত তুমি হবে নাকো, না পৌঁছে সেথায় ,
সুদীর্ঘ পথের শেষে পৌঁছাতে তোমায়---
শপথ লইতে হবে জীবনের পথে ,
উদ্যম পোষণ করো আজি মনোরথে ।

নিরুদ‍্যমে পথিক তুমি পথভ্রষ্ট হবে ,
গন্তব্যে পৌঁছাতে তুমি পারবে কি তবে?
গোলক ধাঁধাঁয় পড়ে হও যদি ক্লান্ত---
খুঁজতে খুঁজতে পথ হও যদি শ্রান্ত---
ক্লান্তি মুছে দৃঢ় মনে হও আগুয়ান ,
অসাধ্য সাধন করো হে পান্থ মহান ।

থেমে থাকা, অলসতা---জীবন্ত মরণ ,
আড়ষ্ট করো না তব সচল চরণ ;
গতিশীল থাকো সদা,হোক আঁকা-বাঁকা;
তুমি পান্থ, কাজ তব চলমান থাকা ।

পথ যেথা হবে শেষ,সেথায় তোমার---
ক্ষান্ত হবে পথ চলা,শেষের বেলার ;
তার আগে নহে ক্লান্তি ,নেইকো বিশ্রাম ,
নিরলস চলতে থাকো শুধু অবিরাম।

          ====সমাপ্ত====