ধর্মের নামে ভাইয়েরা আমার আর ঝরিও না রক্ত !
অনেক রক্ত ঝরেছে মোদের, দেশ হলো বিভক্ত ।
ধর্মের নামে বাড়াবাড়ি করে যারা —
তারা ধর্ম-পথেরই দিশা হারা ,
ধর্মের নামে দলবাজি ক’রে ধর্মের বিভীষিকা —
ছড়াচ্ছে যারা , ধর্মান্ধ তারা জ্বালাচ্ছে অগ্নি-শিখা ।
সে আগুনে পুড়ে মরছে মানুষ , মানুষেরই ভাই-বোন ,
সারা বিশ্বের ধর্ম-বণিক কান পেতে তোরা শোন্ -----
কোন ধর্মেই নেই ভেদাভেদ ,
মানুষে মানুষে নেই বিচ্ছেদ ,
কে বলে , আল্লা-গড্-ভগবান ভিন্ন ভিন্ন জন ?
মহোত্তম এক শক্তি ছাড়া ব্যক্তি বিশেষ তিনি নন্ ।
তাঁহার মধ্যে আমরা সবাই , আমাদের মাঝে সে ,
জ্যোতি ছাড়া তাঁর নেই কোনো রূপ, মুক্ত সত্তা আবেশে ।
যোগী হয়ে তুমি জ্যোতি লাভ করো ,
ভক্তি-হৃদয় প্রেম-রস গড়ো ,
কর্মী হয়ে কর্মের ধ্বজা ওড়াও না সাদা মনে ,
কোনো বাধা নেই মিলিত হওয়ার , সেই অনন্ত জ্যোতির সনে ।
দল ভারি করে জনমত গড়ে লাভ নেই এই পথে ,
ব্যক্তি আমির হবে না পুষ্টি , ছাই পাবে মনোরথে ।
‘ভেস্ত’- ‘দোজক’ , স্বর্গ-নরক দিল দরিয়ার মাঝে
তার লাগি’ করো এত হানাহানি মরে যেতে হয় লাজে ।
আমরা মানুষ , আমরা মহান ! এই আমাদের হাল !
চলে গেছে যারা , ফিরবে না তারা , ঘুমাবে অনন্ত কাল ।
শান্তির লাগি ধর্ম রচিত , মানুষের মানবতা ,
মানবতাহীন মানুষ জন্তু , নিখাদ পাশবিকতা ।
বুকে হাত রেখে একবার বল — তুমি কি সত্যদ্রষ্টা ?
আত্ম সমীক্ষায় নিমগ্ন হও মিলিবে অনন্ত স্রষ্টা ।
              #############