প্রথম বসন্তের প্রভাত বেলা
চেয়েছিলাম ছুঁ’তে
একমুঠো সোনাঝরা রোদ ।
দমকা হাওয়া এসে ছেয়ে গেল মেঘে ।
তছনছ করে দিল পশ্চিমা ঝড় এসে ।
তেড়ে এল আচমকা হায়নার দল ,
সারাদেশ জ্বলে ওঠে দাউ দাউ করে ,
স্ফুলিঙ্গ ছিটকে পড়ে রাজপথ থেকে
বাংলার পল্লী গাঁয়ের অলি-গলি পথে ।
একদল মীরজাফর ঘৃতাহূতি দিল স্বার্থের বরাভয়ে
লেলিহান আগুনের লকলকে জিভে ।
সর্বস্ব কেড়ে নিল ওরা ,
পুড়ে দিল সর্বশেষ মাথা গোঁজার এতটুকু ঠাঁই ।
খাদ্যহীন , বস্ত্রহীন , নিরন্ন জীবন নিয়ে
ঠাঁই হল ঝোপে - ঝাড়ে , বনে-বাদারে , পশুদের সাথে ।
চারিদিকে খটখটে বুটের আওয়াজে
কান ওঠে ভারী হয়ে ,
মর্টার-মেসিনগানের মূহুর্মূহু  বিদারিত ধ্বনি ।
রাত কাটে জেগে জেগে অতন্দ্র পাহারায় ।
স্বজন হারানো মর্মভেদী কান্নাও
ভুলে যেতে হল বুলেটের ভয়ে ।
সন্তর্পণে পালিয়ে পালিয়ে
চলে আসি প্রাণের মায়ায় ।
শরণার্থী শিবিরে হল ঠাঁই—
লক্ষ লক্ষ বাস্তুহারা বন্ধুদের সাথে ।
দিন কাটে—“খাদ্যের সারিতে প্রতীক্ষায় ”
যৌবনের সূর্যোদয় এ ভাবেই
কালো মেঘে ঢেকে গেল এক দমকায় ।
*********************************
১৯৭১ এর ২৫ শে মার্চ্চের স্মরণে ।
**********************************