একদিন আমি নিয়েছি শপথ
               (তোমায়) রাখব মনে ভুলব না ,
স্মৃতির পাতায় থাকবে লেখা
               সে পাতা কোনো দিনও খুলব না ।
যত বড় ঝঞ্ঝা আসুক
               আসুক যত ঝড়-ঝটিকা ,
নিববে না মোর প্রেমের প্রদীপ ,
               নিববে না তার উজল শিখা ।
যেথায় আছো অধিষ্ঠিতা
               থাকবে সেথায় থাকবে ,
অস্ত-রবির পাড়েই তুমি
               সন্ধ্যাতারা জাগবে ।
নীল আকাশে আছো তুমি ,
               কে বলে তা অনেক দূরে !
শান্ত উদার আকাশ আছে
               প্রেমাপ্লুত হৃদয় জুরে ।
নেই সেখানে অরুন্ধতি ,
               সপ্ত ঋষির উদয় মালা ,
নেই রোহিনী-অনুরাধা ,
               চিত্রা-স্বাতি নেই কো জ্বালা ।
দীপ্ত জ্যোতি নিয়ে সেথা
               জ্বলছো তুমি জ্বলছো ,
নিবিড় মনে শুনছি সবই ,
               যখন যাহা বলছো ।
নিদ মহলে তাকিয়ে থাকো
               বাতায়নের মুক্ত পথে ,
স্মৃতি-কণা ভরিয়ে দাও হে
               ফুল ফোটানো প্রভাত-রথে ।
দোলন চাঁপার উন্মীলনে
               হাসতে থাকো চুপিসারে ,
বকুল ঝরার বিদায় গানে
               মুছতে আঁখি অন্ধকারে ।
সে সব কথা সঞ্চিত আজ
               স্মৃতির ডালি বোঝাই করা ,
তোমার জ্যোতি থাকবে জ্বলে ,
               হাসবে তাতে আমার ধরা ।
               ************