উথাল সাগর পাড়ি দেব আমি সাগর নেয়ে ,
আসুক প্রলয় ,কুজ্ঝটিকা-ঝড়-ঝটিকা ধেয়ে ।
হাল ধরিব শক্ত মুঠে ,
একাগ্রতার মানস-পুটে ,
পূব আকাশে উঠবে ফুটে সূর্য সকাল বেয়ে ,
ভয় করি না দেব পাড়ি আমি সাগর নেয়ে ।


রুদ্র সাগর মত্ত হয়ে খেললে প্রলয় ঢেউ
তরণীতে একলা , যদি না ই বা থাকে কেউ ,
কৌশলে ঢেউ ভেদ করিয়া
মাভৈঃ বাণীর মন্ত্র নিয়া
ক্ষুব্ধ  গহিন নীল দরিয়া অটুট সাহস পেয়ে ,
পেরিয়ে যাব তুফান ঠেলে আমি সাগর নেয়ে ।


করাল তরঙ্গাঘাতে ডুবলে আমার তরী ,
নিজেই আমি জাহাজ হব শক্তি নিয়োগ করি ।
তড়িৎ বেগে পৌঁছব পাড়ে ,
ডুবাবে কে জাহাজটারে ?
নিঃসহায়কে তুলব ঘাড়ে এলেও তুফান ধেয়ে ,
পৌঁছব গিয়ে অচিন দেশে আমি সাগর নেয়ে ।


আত্মীয়তা করব সেথা বন্ধু-ভগনী-ভাই ,
ভালো বাসায় জয় করিব ভয়ের কিছু নাই ।
অচিন জাতি সুচিন করে
আসব ফিরে দেশের তরে ,
দেশের বুকে স্বর্গ গড়ে সাম্যের গান গেয়ে —
পূণ্য ভূমি করব স্বদেশ আমি সাগর নেয়ে ।
**********************************