আমি এক বিখ্যাত কবি হতে চাই ।
তোমরা একটা করে লিখে দেবে ভাই ?
প্রাণের প্রাচুর্যে ভরা কবিতাটা হবে —
প্রেম-প্রীতি , বিরহেতে সাদা ধবধবে ।
সবার বাহবা পেতে মোর ইচ্ছা হয় ,
আসলে কবিতা লেখা মোর কর্ম নয় ।
‘চৌর্যবৃত্তি হীনতর ভিক্ষাবৃত্তি থেকে ,
চেয়ে নেওয়ায় সারল্য আছে ’—আমি তাই দেখে
ভেবে চিন্তে ঠিক করেছি —না করিয়া চুরি ,
যদি সবাই ভিক্ষা দেয় (পদ্য ) হবে ঝুড়ি ঝুড়ি ।


তোমার ইচ্ছা পূরণ করিবই মোরা ,
নাম ডাক হোক তোমার এই বিশ্ব জোড়া ।
চুরি না করিয়া তুমি চেয়ে নিও বেশ —
এটাই মোদের কাছে তৃপ্তি নির্বিশেষ ।
                    —০—