সম্পর্কটা মানব সমাজের আরক্ষিত এক সত্তা ,
তিক্ত মধুর যা-ই হোক সে, সেথাতেই সারবত্তা ;
মাতৃ হৃদয়ের বাৎসল্য রসে আমরা সবাই সিক্ত ,
মায়ের স্নেহের ফল্গুধারায় আমরা যে অভিষিক্ত ।
জন্মদাতা ও দাত্রীর সাথে হয়না সে কভু ছিন্ন ,
অপত্য-রূঢ়তায় মাতৃ-হৃদয় হয়না কখনো তা ভিন্ন ;
নমনীয় হৃদয়ের গ্রন্থি বাঁধনে চিরদিন থাকে অবরুদ্ধ ,
স্বার্থ পেরিয়ে সবাকে ছাড়িয়ে মাতৃ-হৃদয় যে বিশুদ্ধ !
সম্পর্ক কখনো বড়ই ঠুনকো ,কখনো সে ভঙ্গুর !
একটুখানি আঘাতেই যায় কাছ থেকে চলে বহুদূর ;
স্বার্থ আদায়ে ব্যর্থ হলে ভেঙে গিয়ে হয় খানখান ,
ঘনিষ্টতা বাড়ায় সেথা,যেথা থাকে মান-অভিমান ।
দূরকেও করে কাছে টেনে কভু আত্মার সমকক্ষ ,
মর্জি হলেই কাছে চলে আসে হলেও সে প্রতিপক্ষ ;
ছত্রছায়ায় লালিত হয়েও কখনো তোলে বিষ-ফণা !
ছিন্ন করেনা তবু, উদার হৃদয় সদা থাকে আনমনা ।
সম্পর্ক যেন লন্ঠন-বাতির চিমনীর কোনো কাঁচ !
দ্বিধাহীন ভাবে সাবলীল থেকে সয়ে যায় কত আঁচ !
এক ফোঁটা জলে ভেঙেচুরে হয় সম্পর্ক চৌচির ,
কখনও সে ম্লান,কখনো উজল,চিরদিন সে অধীর ।
====সমাপ্ত====