সন্ধ‍্যা
হরষিত দেবনাথ

দিনের আলো নিভে এলে সূর্য বসে পাটে ,
দিগন্ত ব‍্যাপী নিস্তব্ধতা নেমে আসে মাঠে  ;
কলরবের তূর্য-নিনাদ বেজে ওঠে বনে ,
অবসরের হাতছানিতে শ্রান্ত দেহ মনে--
নেমে আসে শান্তি-সুধা দিবা অবসানে,
মুখরিত হয়ে ওঠে ঘরে ফেরার গানে ।

মুয়াজ্জিনের আযান-ধ্বনির ভাসে প্রতিধ্বনি,
ঘরে-ঘরে, দেউলে বাজে কাঁসর শঙ্খধ্বনি  ;
মঙ্গলদীপ জ্বালায় বধূ মঙ্গল কামনায় ,
প্রশান্তির এক মায়াবি আবেশ ভেসে আসে সন্ধ‍্যায়।

দিনের শ্রান্তি প্রশমিত হয় সন্ধ‍্যার পরশনে ,
ব‍্যস্ততার ভিড়ে প্রশান্তি আসে অবসর বিনোদনে ;
যত কালো হোক সাঁঝের আঁধার তবুও সে বরণীয়া,
দূর নীলিমায় ফিরে চলে নীড়ে বলাকারা সারি দিয়া; সন্ধ‍্যাতারা মিটমিট করে আকাশের আঙিনায় ,
আবাহন করে রাতের মাধুরি শান্তির বারতায়।

গন্ধ ছড়ায় রজনীগন্ধা সন্ধ‍্যার আগমনে,
বিদায় বারতা জানায় গোধূলি সন্ধ‍্যামণির সনে ;
আঁধার ঘনায় দিগন্ত জুড়ে বিভাবরী উঁকি দেয় ,
দিবস ও রজনীর মেলবন্ধনে সন্ধ‍্যা ভূমিকা নেয় ।

                             =========