পথের পরে পথ চলেছি
পাই নি মনের দেখা।
মেঘের সাথে মিতালি করেছি
থাকবে নামটি লেখা।


গগণ পারে পূবের কোণে
করবো লুকোচুরি।
যাবো ছুটে শন শনিয়ে
খেলব ঝুলে বটের ঝুরি।


খেলতে খেলতে ফুটবে যে ফুল
খেলার সাথী রঙের মেলা।
হবো মোরা নব মুকুল
ভাসাবো মোদের সুখের ভেলা।


জামের বনে ফলের মেলা
থোকা থোকা থাকে।
পথ হারানো খেলবো খেলা
পথ ভোলা পথিক বলে ডাকে।


বইয়ের বোঝা বইবো না আর
থাকবো মোরা সচেতনে।
কল্পনারই জগতটাকে সাজাবো
মোরা, যতই থাকি অবুঝ মনে।।