আলো তুমি নির্বাপিত হয়ো নাকো
আমার ভালোবাসার দ্রাঘিমায়
জীবনের মহাবৃত্তে তোমাতে আমাতে
মিলেমিশে একাকার হই |
আলো,তুমি এসো এই শীতের প্রহরে
মৃদু উত্তাপে
আমার ঐকান্তিক প্রসারিত বক্ষে
থেকো অনির্বান |
অন্তরের নির্যাসে প্রেমময়
তনুমনে গুচ্ছিত রবে
রবে দহন জ্বালার প্রতিষেধক হয়ে |
তোমার আলোয় আলোকিত
ভালোবাসা প্রজাপতি হয়ে
হৃদয়ের পুস্পাক্ষে শুষে নাও
পরম তৃপ্তির ক্ষণ |
উদ্বেলিত কামনার পবিত্র টানে
উষ্ণ ছোঁয়ায়
অন্তহীন আলো জ্বেলে
শূণ্যতার নীদমহলে নৈকট্য
পরিজন হয়ে থেকো শিশির
ভেজা ঘাসের আলিঙ্গনে ||