বুকটা ছট্ ফট্ করে,
মুখটা খর খর্ করে।
কখন পাই কাজে,
গর্ গর্ করে রাগে।


শুতে দিলে বসতে চাইবে,
গলা খুলে তল মাটি উপর করতে চাইবে।
দুর্ দুর্ করে সরাতে বলবে,
মুখ থেকে কাটা খচা সব উগরে দেবে।


পান থেকে খসলে চুন,
গলা খাকরিতে করবে খুন।
ইন্ত্রিকে বিন্ত্রিক হলেই,
না শোনে কোন কথা বক্ বক্ করবেই।


গুম্ গুম্ মন,
হন্ হন্ চলন।
শুধু দেখা ,
দু কানে তুলা গোজা।


যাও যাও করে যাও,
ফরমাস খেটে যাও।
রাত নেই দিন নেই,
উপদেশ দিলে তো রক্ষে নেই।


এমন ফেসাদ,কিভাবে হব উদ্ধার?
মনে মনে নিঃশেষ করি ভালোবাসার ভান্ডার।
এ জীবনে কোন দিন কমবে নাতো তর্ক,
এটাই ঝালাপালা জীবনের অভিজাত সম্পর্ক।