রোজ সকালে,সাঁঝ বিহনে গতর গুলান খাটে,
মাথার ঘাম পায়ে ফেলেই জীবন গুলান হাঁটে।
মুর্খ মানুষ-মোটা মাথায়,জীবন কাটায়,
পেটের লাগি শীত-গ্রীষ্ম খেটে বেড়ায়।
আগুড় ঝোলা,সানকি বাঁধা ছোট্ট দাওয়া ঘর,
এক মুঠো পান্তাভাতই সুখ জীবনভর।
দিন ফুরায়,কাজ হারায় সন্ধ্যা নামে মাঠে,
নানান স্বপ্ন মিথ্যা হয় প্রতিদিনের দোকান পাটে।
লম্ফ জ্বলা কেরোসিনের টিম্ টিমা বাতি,
বুকের ভেতর খেলতে থাকে অন্ধকার রাতি।
খালি পেটে ছেলাপুলা গড়গড়ায় পান্তাভাতের লাগে,
পরব কালে লতুন জামা পরার লাগে চোখের জল দাগে।
বাবুর কাছে বাঁধা রাখি রক্ত মাংসের শরীর,
এক মুঠা পান্তাভাতেই বেঁচে থাকা-গরীবের নজির।।