একবার তাকাও তোমার অন্তরে
একবার রেখো একটা প্রশ্ন বিবেকের কুঠারে
এ বার কাছে এসো
শাখা প্রশাখা ছুঁয়ে পরখ করো
বুক চিতিয়ে গুড়ির ভেতরে অনুভব করো
চেতনার সবুজ রঙ মেখে
আকাশের বুকে জমানো আবর্জনায়
তুমি কি বাঁচার শব্দ শুনতে পাও
তুমি এবং তোমরা ছায়ার জন্য
বাতাস বা বৃষ্টি আনার মন্ত্র উচ্চারণ করবে না
শুধু মরুভূমির থমকে থাকা দৃষ্টিভ্রমে
জীবনকে বন্ধক দেবে
অনায়াস অবুঝ স্বার্থের প্রলোভনে....