ধূলোর সাথে ধূলো,মাটির সাথে মাটি-
ঘাম ঝরানো জীবন পথে মোদের বসতবাটি ৷


অভাব ভরা আঙিনাতে জীবন করে লুটোপুটি,
ছেঁড়া কাঁথায় লাখো স্বপ্ন করে ছুটোছুটি ৷


আমানিতে পুষ্ট করি অভাবী গতর,
ঘামরঙে পালিশ করি বড়লোকের প্রহর ৷


অবহেলায়,অনাদরে কেটে চলে জীবন,
বাবুর কাজে মাথার ঘামের হয়না ওজন ৷


শ্রমের হিসাব,ঘামের জলে ছড়ায় নানা রঙ,
ঘামরঙেতে রাঙা করি,সাজিনা মোরা সঙ ৷


মাঠের ফসল,অট্টালিকা---সবই ঘামে ভেজা,
ছোটো লোকের খেতাব নিয়ে থাকি হেজাগেজা ৷


কাজ পাগল শ্রমিক মোরা,কাজই মোদের প্রাণ,
ঘামের ভেতর বিচ্ছুরিত নানান রঙের ঘ্রাণ ৷