চৌহদ্দি নেই,
চার দেওয়াল নেই,
দরজা নেই,নেই কোন জানালা৷
তবুও একটা ঘর প্রতিদিন
চুরি করে নিয়ে যায় আমাকে,
নিয়ে যায় আমার মন
অন্ধ ভালোবাসার মানুষের কাছে৷
আমাকে থিতু করে দেয়
অনাহারী স্ট্রীট লাইটের বিছানা পাতা আলো;
যারা কাটিয়ে চলছে রাতের পর রাত,
যাদের ভয় নেই ভরসা নেই,
ভূত নেই ভবিষ্যৎ নেই৷
তাদের ঘরে আছে দিগন্তরেখার চৌহদ্দী,
আছে নিরেট ভালোবাসার খোলা আকাশের মন,
সত্য আর ন্যায়ের দরজা জানালা৷
আর আছে সূর্য্যের উত্তাপে পুড়িয়ে নেওয়া আকাঙ্ক্ষার
শান্ত জীবন...