বাঁচতে চেয়েছিলাম হৃদয়ের স্বরলিপিতে,
হাত ধরতে চেয়েছিলাম দাম্পত্যের অথই নিবিড়তায়৷
ছোটো ছোটো সুখের পিদ্দিমে সলতে হয়ে
আড়াআড়ি জেগে থাকার বাসনা ছিল
তাজমহলের প্রতিবিম্বে,
হাতের অক্ষরে বর্ণমালার বিনিময় করেছিলাম
নিষ্পলক আন্তরিকতায়...
বুক থেকে বুকে ছড়িয়েছিলাম হৃদয়ের বিশাল প্রতিফলক,
হৃদয়ের মেঠো পথে উঠেছিল সুরের প্রাবল্য, তীক্ষ্নতা আর গুণের সকল বৈশিষ্ঠ্য৷
নতুন সূর্যের চড়া রোদ মেখেছিলাম
প্রেমের অপ্রেমের বর্ণালীতে,
মনের প্রিজমে সাতরঙের বিচ্ছুরণে
আটকেছিল কামনার জল রঙ৷
আজ অসহায় নিভন্ত আলোরা
সকালের শিশির শুষে
ফিকে সবুজের আওতায় ভরিয়েছে মন,
শুনিয়ে চলেছে হৃদয় ভাঙার গান৷৷