হে কারীগর,
তোমার তপস্যা প্রসূত ফসলে
রেখে যেও মঙ্গল দীপ,
রেখো হৃদয়ের উষ্ণতা।


হে কারীগর,
তোমার গঠন যজ্ঞে দু-দণ্ড
হাসিকান্না থাকুক লেগে।
মনের ভাষা খোদাই করে
গড়ো মনের মানুষ।
জীবন জাগাও শব্দভরা
আলোর রাশি রাশিতে।
গড়ার নেশায় নতুন পথে
করো দ্বেষ-হিংসার উৎপাটন।


হে কারীগর,
তোমার রৈখিক গন্তব্য
সব এলোমেলো হলে
আমার নিত্য আকাশ,
জলরাশি...
রঙের মেলায় কৌতুহলী জনতা--
মৃত্যুর ফাঁদে আঁকা থাকবে
বাঁচার স্বপ্ন।।