কাঠবিল্লি! কাঠবিল্লি!
কোথাও তুমি না যাও,
বলবো না তো ডাইনি তুমি,
হোত্কা পেটুক নও।


কাঠবিল্লি! কাঠবিল্লি!
বইখাতা!পেনসিল!তুমি নাও ৷
অামার মতো ইস্কুলেতে
মিড ডে মিল খেতে পাও।


কাঠবিল্লি! কাঠবিল্লি!
রঙ পেনসিল  নাও,
খাতার পাতায় আঁকবো ছবি,
হাতটা তোমার বাড়াও ৷


কাঠবিল্লি! কাঠবিল্লি!
গুড় মুড়ি মাখবো মোরা।
বসবো সবে সারি সারি,
খেলতে খেলতে হবে সারা।


কাঠবিল্লি! কাঠবিল্লি!
হারিয়ো না তুমি ভাই ৷
অামার সাথে থাকবে তুমি,
তাইরে নাইরে নাই।


কাঠবিল্লি! কাঠবিল্লি!
আমার চোখে থাকবে জাগি,
প্রাণে প্রাণে মিশবো মোরা।
হবে তুমি সবার সাথী ৷৷