আমার চাল নেই চুলো নেই--
সংসারের দায় নেই,দায়িত্ব নেই
তবে ঝুকি নিয়েই বেঁচে থাকি,
আর থাকতে ভালোবাসি ৷


জীবনের কোন রঙ নেই,
নেই কোন আক্ষেপ--
আছে শুধু অপার ত্যাগের আনন্দ৷
যে আনন্দে বাবা-মায়ের কুলাঙ্গারের
স্টীকারে বার বার জন্ম নিতে থাকি৷


আমার কোন চৌহদ্দি নেই,
নেই কোন স্বার্থের বৃত্ত,
শুধু সার্থক জনমের নামাবলীতে
মৃত্যুরা প্রতিদিন হানা দেয়
আমিও নাছোড়বান্দা হই
মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়ে৷


প্রতিটি রাত্রিরা আমার কানে ঢেলে দেয়
অসীম সাহসের মন্ত্র,
যেখানে আমার ভালোবাসারা
অভাবী আলোয় অন্ধকারে ডুকরে মরে,
যেখানে অন্যায়ের পদাঘাতে মরতে মরতে বাঁচে
সেখানেই আমার সান্নিধ্য৷


আমার কোন বর্ণ নেই,নেই কোন রঙের
মাল্টি ইমারৎ,
আমার কোন ভুত নেই,ভবিষ্যৎ নেই...
শুধু আছে ভবিষ্যতের ভীত গড়ার
তৃষিত স্বপ্ন ৷


আমি আমার গর্ব,
আমি কুলাঙ্গার রূপে মানুষের বর্ম,
আমি দুঃখের ভরা ভাদরে মানুষের জন্য করে
যেতে চাই কর্ম,
আমি দুঃখের নদীতে দিতে চাই বন্যা,
আমি আমার ভেতরে হতে চাই খুবই নগন্য ৷