লক্ষ্মীর কোন ছবি কোন মূর্তি আমার মনে পড়ে না
আমার মনে পড়ে কাজের মাসিকে,
যার হাতের স্পর্শ আর মিষ্টি ডাকে
হৃদয়ের খাঁজে খাঁজে উথলে উঠতো আর
উঠতে থাকে
লক্ষ্মী মাসীর ভালবাসা আর আদরের সংবহন৷


আজও  মাসী লক্ষ্মী হয়ে উঠতে পারেনি
তার আপন মানুষটির কাছে,
রোজ স্বামীর শোষনের থাবায় --
অত্যাচার আর অবহেলার দহনে
পুড়ে পুড়ে নিখাদ লক্ষ্মী হয়ে
বাঁচিয়ে চলে স্বামীদেবতার
সিঁথির সিন্দুর,
সংসারের লক্ষ্মীপেঁচা হয়ে
মাড়ভাতের অভাব পূরণ করে চলে ৷