তোমার হৃদয়ের ধূলোমাটির কণাতে কণাতে পেয়েছি স্পন্দন,
রেখেছো সন্তান করে,দিয়েছো আলোয়িত জীবন।
ভালোবাসার বীজ বপন করেছো হৃদয়ের মাটিতে,
স্বাধীনতার তেরঙা আকাশ গড়েছো
সবুজের আলোতে।
হৃদয়ের গভীরে যেতে যেতে,পাই সকল প্রাপ্তি তোমার নিঃশ্বাসে-প্রশ্বাসে।
যে হৃদয় ওড়ে শিরা-ধমনীর বিশুদ্ধ বাতাসে--
খুঁজে পাই বাঁচার ঠিকানা হৃদয়ের সোঁদা ঘ্রাণের আবেশে।
এ হৃদয় মাটিমাখা,এ হৃদয় রত্ন আকর,
ভালোবাসার ফসলে ফসল ভরায়,রেখে যায় জীবনের স্বাক্ষর।
হৃদয়ের ঘাসে ঘাসে সবুজ স্বপ্নেরা করে খেলা,
ঝলমল আলো-হাসির অন্তরে অন্তরের মেলা।
এ হৃদয় সোনার খনি,এ হৃদয় মাটির পরশ,
বুকে মাঝে জেগে থাকা মননে সুখের দিশা,জেগে থাকা হরষ।
হৃদয়ে উঠুক ঝড়,উদগীরণ হোক উত্তাপের ঢেউ,
মনেতে মন রেখে উজ্জীবিত হোক মাটির হৃদয়।।