চল না আজ যায় চলে ওই সুদূরে,
মনটা খুলে ভাসাই দূর বহুদূরে৷
চল না আজ মনের যত কালো ছায়া খুলে ফেলে,
নীল ঠিকানায় চল না উড়ি পাখনা মেলে৷
চল না আজ  দুঃখ ভুলে ভাসি দূরের মোহনায়,
উদার মনে ডুব সাঁতারে সুখের মুক্তো কুড়ায়৷
চল না আজ হৃদয় খুলি ঐ নীল ঠিকানায়,
নীলের দেশে ঘর সাজাবো জানা অজানায়৷
চল না আজ বেহিসেবী একটু পা বাড়ায়,
মুক্ত মনে গাহন করি হৃদয় খোলা বারান্দায়৷৷