নির্বাক এক তরুণী অামি;
জন্ম লগ্নেই ছিন্তাই হলো
মোর বাক্ শক্তি।
ভাগ্যের উদ্যানে পাই নি জল।


এখন অামি অষ্টাদশী,
বর্ষার জলোচ্ছাসের মতো পুর্ণ মম যৌবন নদী ৷
ভালোবাসার স্নিগ্ধ বাতাস অামার
দেহে ঢেউ তোলে না।
নিষ্পলকভাবে কেহ চাহনি দেয় না।
তাই সাহস পাই নি বধু সাজবার স্বপ্নকে উত্সাহ দিতে।
সিঁদুরের লাল টিপ টা চির  শত্রু অামার জীবনে...
ও ভেঙচি কাটে,হতাশা ডেকে অানে।
জানালা পথে চোখে দেখি নানা দম্পতিদের
বেনারসি ও লাল সিথি।


নিবিড় রাত্রি একদিন দেখালো নব বধু সাজবার স্বপ্ন।
সেই স্বপ্নে বনে গেলাম স্বপ্নের নব বধু।
মনের কামনা গুলো ঢেউ তুললো সারা শরীরে...
পুর্ণ করলো গোপন অঙ্গের ক্ষুধা।
তার ফল স্বরুপ অামি অন্তঃসত্ত্বা;
স্বপ্ন ঘিরে সমস্ত রাত্রি কাটে গর্ভজাতকের অনুভবে।
স্বপ্ন শেষে তদন্ত করেও পেলাম না সেই
অন্তসত্তার ফসল কে...।