জীবন তরঙ্গের মুষ্টিমেয় প্রেতচ্ছায়া
আলোহীন সমাজ দর্পণে বিম্বিত ।
লুপ্ত ইঙ্গিতে বহমান বিবেক গ্রাস করে চলেছে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে।
জেনারেশন গ্যাপ মর্য্যাদা ক্ষুন্ন করে চলে সামাজিক ন্যায়ের প্রচলিত ধারাকে।
ঐতিহ্যবাহী জীবন পটভূমির আনাচে কানাচে বেড়ে চলে আধুনিকতার বিষবৃক্ষগুলো।
ধুন্ধুমার গতিতে হঠাৎই জ্বলে ওঠা কালচার হারিয়ে নিয়ে যায় সৃজন স্বপ্নগুলোকে,পড়ে থাকে ঐতিহ্যের কঙ্কাল,
আপোষহীন বিবেক দংশিত হয় পুরতনী ঐতিহ্যময় বর্ণমালা।
যে ঐতিহ্যে শ্রেষ্ঠত্বের আসন আন্দোলিত হয় কৃষ্টির ইমারৎ,
যে ঐতিহ্যের গরিমা মুন্ডুচ্ছেদিত করে দিবারাত্রির কাব্যকে,
যে ঐতিহ্য শিশির ভেজা সকালে উঁকি দেয় অন্তর ও বাহিরে নব অরুনোদয়---
সেইখানে বহি চলে ঐতিহ্যের রংমিলান্ত,
ঐতিহ্যের নব ঔরসে খুঁজে ফিরি আপন আঙিনায় বিকশিত পরিবেশকে।।