দুগ্গা মাইয়িকি জয়!
আবার আসব্যে--আসছে বছর
ধ্বনী গুল্যান বারএ বারএ কানএ
ভাসছ্যে আর তরতরাইয়ে মনটো
হাঁক প্যকাই উঠছ্যে|
সিবার দুগ্গা ভাসানের দিনে
চল্যে গেলেক
আর ফিরল্যেক নাইখ্য,
গাঁয়ের ঐ ছড়আ গুল্যান
হামার মাতন বেটিটোকে
ছিঁড়্যে ছিঁড়্যে খাল্যঅ|
মাতন আমার রোজই সকাল লে উঠ্যএ
সব কাজ পাট করএ
বনে কাঠ্ পাত্ জোগাড় করএ
ইস্কুলে যাথ্য.
কী সুন্দর ছিম পারা গড়ন ছিল্যঅ বেটিটোর|
আজকের পারা বিজয়া দশমীর দিনে
বেটিটোর ইজ্জ্যত লিলেক,
আর টুটি টিপে লুলা কাট্যএ,
ভাসাই দিলেক জোড়ধারের লদীর ডহরে |
সারাদিন পাগলের পারা খুঁজছি তো খুঁজছিই...
আজকের দিনটোতে পা ছুঁয়ে আশীর্বাদ লিতে
একবারও কি নাই আসবেক হামদের বুকে।।