আমার শব্দডিঙি ভিড়েছিল কবিতার দেশে,
মনের জানালায় থেমে ছিল কলম।
ক্ষরিত হয়েছিল অক্ষরমালা;
অক্ষরিত স্থাবর সম্পর্কে গেঁথেছিলাম
বিনিসূতোর মালা।
ঐকান্তিক বর্ণমালার প্রচ্ছদে
ফুটে উঠেছিল আপন ক্যানভাস,
অন্তরতম সন্ধানী মনে এঁকেছিল আকাশ ও পৃথিবী।
পৃথিবীর সব রঙ উজাড় করে রাঙিয়েছিলাম
কবিতার অচেনা ছন্দকে।
পরাণের শার্সিতে রেখেগেছি
মুখোমুখি চোখের দৃষ্টিপাত,
নবোদিত আলোকধারায় উদগীরণ
হবে চেনা কাব্যের স্বরবৃত্ত।
হৃদয়ের উপল উপকূলে স্বাক্ষরিত হবে
কবিমন,
মাটির গভীরে জেগে উঠবে হারানো সুর।
স্থায়ী,অন্তরার মেলবন্ধনে ঘটবে পরিচয়।