অামি তোমা সবাকার কন্ঠ,
যেখানে প্রতিবাদী ঝড় ওঠে...
অহরহ কলহ-বিদ্বেষ অামার জন্ম ভুমি।


তোমাদের প্রত্যাশা পুরণ অামার শপথ।
অাকাশের নিলাভ বুক চিরে গমন অামার,
শত্রুদের বুকে অাঘাত হেনে শান্তির পথ গড়া
অামার কাজ।


তোমাদের কন্ঠ থেকে গলিত লাভা রুপে ঝরে
পড়তে চাই...
হে জীবন অামি চিত্কার-
অামি ঊষর জমির কর্ষক...
অামি ভক্ষকের তলোঅার।