এক রাশ প্রত্যাশা ভরা বুকে এলাম
জননীর ক্রোডে্।
প্রথম অালো দেখিলাম অবনী পরে...
মা মা ধ্বনিতে জাগরিত হলো জননীর স্বপ্ন।
পেলাম শান্তির লালিত বক্ষস্থল।


জননীর স্নেহ মাখা ক্রোডে্ পেলাম বিশ্রামাগার,
পেলাম নিরাপদ উত্তাপ।
ফুটলো মুখে বোল,
জাগলো প্রানের স্পন্দন...


জননীর বুক ছিন্ন ভিন্ন তো হবেই
যদি যোগ্য সম্মান দিতে না পারি?
বুক ভরা ভালোবাসা যদি অবহেলিত,
অনাদরে ভরে ওঠে?
তা হলে জীবনের পান্হশালা মরুভুমিতে
পরিণত হবেই।