রাস্তার বুকে চলতে থাকে চাকা
চক্র গতিতে...
ক্ষত বিক্ষত করে রাস্তার সারা দেহ
চাকার পিষ্টনে।
রাস্তা বেদনা ভরা বুকে জানাতে থাকে
অন্তরের ভালোবাসা।
চাকার সাথে বন্ধুর মিলনে বহে চলে দুর-দিগন্ত
গন্তব্যস্থলে।
ক্লান্তিহিন রাস্তার চোখ অপেক্ষারত থাকে
অপলক চাহনিতে।
চাকা অনবরত ঘুরপাক খেতে খেতে পাগলের মতো,
রাস্তার বুকে অঙ্কন করে চলে
ভালোবাসার প্রগাঢ্ নক্সা চিহ্ন।


রাস্তার দেহের অগোচরে থাকা নিষ্ঠুর পাথরের দল,
থামাতে থাকে রাস্তা-চাকার সুমধুর
প্রবাহকে।
চাকার গতিহিনতা রাস্তাকে কাঙাল করে,
রাস্তার রুপ-লাবন্যকে বেমানান করে।


তাই রাস্তা তার ভালোবাসার দেহ উন্মুক্ত
রাখে ...
চাকার ভালোবাসা প্রাপ্তির প্রতিক্ষাতে।