একদিন জিবন ডিঙ্গিটা থেমেছিল
বসন্তের ঘাটে লেগে।
বন্দি হলাম হাসির অালো লেপা
দিখল কালো হরিন চোখে।
দিনের গভিরে অজানা ভালোবাসা
গ্রাস করছিল অামার অলিন্দ,ধমনি ও
কপাটিকা গুলোকে।
তুমি অক্টোপাশের মতো বিছালে ভালো লাগা
কর্ষিকা গুলো।


একাইনোডার্মাটার দলভুক্ত হলাম,
কন্টক ত্বকিদের মতো নালিপদে বিচরন করলাম।
জলতন্ত্রে ডুবে ডুবে তোমার দেহের লাব ডুব
শব্দ রেকর্ড করছিলাম।
তোমার সর্পিল কলেবর মুষ্টিবদ্ধ হাতে
দোলা দিচ্ছিলাম।
তোমার মোহিনি বদন দেখে
থেমেছিলেম কিছুক্ষন...।