এই বিশ্বের শিশুদের,
চাই সব অধিকার।
মুক্ত প্রানের দরজা খুলে
দাওগো মনে সবাকার।


চলে যাবো দুর দেশে
পার হবো তেপান্তর...
গগন মাঝে ওই বলাকাদের
সাথে করবো মনান্তর।


তোমরা অবুঝ,মোরা সবুজ;
দাও না মোদের মুক্ত বিচরন।
গগন ভেদে ফুটবো মোরা,
তুলবো মনে খুসির বাতাবরন।


চলে যাবো গাঙ ধারে...
মাছরাঙা হবো মোরা।
সারাদিন কেটে যাবে,
অানমনের ফল্গুধারা।


বই খাাতার বোঝা ফেলে
চলে যবো শিকল কেটে;
পথ হারাবো মনে মনে
মোদের খেলা তটে।


তোমরা অবুঝ,মোরা সবুজ;
দাও না খুলে মন।
হাতের পরশ জাগাও প্রানে,
এনে দিও মোদের শুভক্ষন।