ভাঙা ঘর নিকানো উঠোন,
নির্জনতার অন্ধকার ঘিরে
জমেছে হতাশার কালো মেঘ।
ছাই হতে চলেছে সব স্বপ্ন।
কবেকার দিনগুলি
হামাগুরি মেরে অাসছে
ফুটন্ত গোলাপ ।
স্বনিভরতার দিপ্তি প্রতিফলিত
হবে কারিগরি নিপুনতাই।


সেই কাক ডাকা বিকেলে,
উতলা বাতাস যেন অমলিন কন্ঠে
জানাতে থাকে:
হে সুর্য ! তোমার অপরিমিত করুনা বিলুপ্ত
করুক হতাশা।


ক্লান্ত দেহ অনুতাপের অনুভবে একটুকরো রোদ্দুর হতে চাই।