মোর কল্পনার অন্তরমহলে যে অাছে অপেক্ষারত।
তারই জিবনের উষালগ্নে,
প্রথম অস্ফুট প্রভাতে হবে অান্দোলিত অন্তরের
নিবিড্ বন্ধন।
দেখা যাবে রুপ-রস নব জিবনের অলি-গলিতে।
লাগবে হিল্লোল,
উঠবে অভ্রভেদি শিত্কার।


হে মোর অন্তরতমা!
তোমার চকিত বিদ্যুল্লেখা,
বহুদুর-দিগন্তের সিমানা অতিক্রম করে...
যেন এক প্রশান্তির নব দিগন্তের
হিমরেখা রুপে ভেসে যাবে মম অন্তরে।
তারই মাঝে মোরা গাইবো
জিবনের ব্রত গান।


বহু কল্পনা জডি্ত প্রেম পিপাসিত বক্ষে
অনুভব করবো তোমার চেতনা।
তোমারই চেতনা রাঙা অপেক্ষাতে
রচিত হবে মোদের প্রথম রাত্রি যাপনের সুর...
'হে মোর অন্তরতমা,জাগরিত হোক মোদের
মিলন সন্ধ্যা'।।