ফেসবুকের স্ক্রিনে হঠাত্ দেখা।
কালো কালো অক্ষরে শুধু করি লিখা।
বন্ধু হলাম মনের অজানাতে।
হাতে হাত রাখবো বলে তোমাই দেখি অনুভুতিতে।


দিন নেই রাত নেই হাতে মুঠিবদ্ধ,
দুজনেই থাকি বোবা চেতনাই যুক্ত।
মনের কামনা পাক খেতে থাকে,
নানা ছবি সেন্ড করে হই জিবনাবদ্ধ।


ওই সুদুরের মনোরমা তুমি...
মনে মন রেখে হই নিরুদ্দেশ।
কখন পাবো তোমার পরশ,
থাকবো মনে তোমার পটে চুমি।


তুমি অসিমা,তুমি যমুনা-সুমনা...
কখনো বা মউলেখা-চিত্রালি।
দিনে রাতে থাকো তুমি ফেসবুকের চ্যাটে,
নানা অনুভবে খুজে যাই পটের অলি গলি।


তুমি ছবি শুধু পটে লিখা,
লগ্ ইন করলেই তো পাই না তোমার দেখা!
হাতের ভাষা টাইপ করি পাঠাই দু:খে,
প্রশ্ন করি মনের কাছে তুমি কি শুধু পটে লিখা?