একটা সকাল মানে
পাখির কাকলি,
সোনা রোদে
মন হাসানো ঝিলিমিলি।


একটা সকাল মানে
ফুলের মতো হাসি,
ভোরাই সুরে
মনটা করে উদাসি।


একটা  সকাল মানে
পুবের কোনে রাঙানো ছবি।
মনের সকল কল্পনা
ব্যক্ত করে পল্লিকবি।


একটা সকাল মানে
পুকুর জলে সিনান করা
শ্যাপলা ফুলের মন,
মন ভুলানো সাত রাজার ধন।


একটা সকাল মানে
প্রজাপতির রঙিন পাখা।
গগন তলে মন হারানো
সকল ছবি দেখা।


একটা সকাল মানে
কাজের মধ্যে ব্যস্ত থাকা।
চলার পথে সকল ব্যথা
ভুলে অগাধ সুখে থাকা।


একটা সকাল মানে
শিশির ভেজা মন।
প্রানের মাঝে মর্মর সুর
মাতানো বেনুবন।


একটা সকাল মানে
পদ্ম কলির হাই তোলা।
মনের যত রঙিন ছবি,
থাকবে বুকে প্রান খোলা।