হিমের জ্যোত্স্নালোকিত চাদর ভেদ করে
ফুটলো রোদ্দুর।
সাত সকালে ঠোটে উত্তেজকের পরশ।
নিকষ ব্যথা উপেক্ষা করে শ্যাম্পন সিক্ত মনে
কর্পুরকে বন্ধুত্বের হাত ধরে
দিনের অপরাহ্নে পদার্পন।


ঝুলঝাড়া পরিপাটি মন ডাকতে থাকে,
যখন অবেলা সতেজ রঙে
ভালোবাসার ইঙ্গিত করে,
সেই ক্ষান্ত বিকেলে ।


পরিবারের বিকল সন্তানের
ভবঘুরে স্বপ্নগুলো কর্কশ সুর তোলে
কষাইখানার নির্ভীক পশুমনে।


বেহুশ মন বাউল সুরে একতারা চুরি করে
অশান্ত বুকে,
বেহুশ মন স্বপ্ন দেখে  ভারতমাতার নিরাবিল
প্রচ্ছদের বাস্তবতাকে।